আসলেই কি শিখরকে বিয়ে করছেন জাহ্নবী

Date: 2024-05-12
news-banner
বলিউডের চলতি প্রজন্মের তারকা জাহ্নবী কাপুর ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম - গুঞ্জনের চর্চায় আছেন। এবার যোগ হয়েছে বিয়ের গুঞ্জন। সম্প্রতি বিয়ের গুঞ্জন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন শ্রীদেবী কন্যা। গুঞ্জন চলছে, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। খবর এটাও উড়ছে যে, মন্দিরে গিয়ে শিখর পাহাড়িয়াকে বিয়ে করবেন জাহ্নবী। তাইতো এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা চলছে।

জানা গেছে, নেটিজেনদের একজন জাহ্নবীর বক্তব্য উদ্ধৃতি  করে পোস্ট দিয়েছেন। তাতে জাহ্নবী কাপুর বলেন, তিরুপাতি মন্দিরে সোনালি রঙের শাড়ি পরে বিয়ে করতে চাই। বিয়ের পরিকল্পনার খবরটি দৃষ্টি এড়ায়নি জাহ্নবী কাপুরেরও। এই পোস্টের কমেন্ট সেকশনে জাহ্নবী কাপুর লেখেন, যেকোনো কিছু। জাহ্নবী'র এমন মন্তব্য দেখে অনেকে কমেন্ট করেছেন। একজন লেখেন, পাপারাজ্জি জানলেও জাহ্নবী তার বিয়ের খবর জানেন না। অন্যজন লেখেন, জাহ্নবী, আপনি জানেন না! আরেকজন তাতে লেখেন, জাহ্নবী কাপুর, তোমাকে জোরপূর্বক বিয়ে দেবে।

জানা যায়, বলিউডে পা রাখার আগে থেকেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন জাহ্নবী কাপুর। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়। শুধু তাই নয় এই জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। এক পর্যায়ে সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম।

কিন্তু লম্বা একটা বিরতির পর গেলো বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায় শিখরের সঙ্গে দেখা যায় জাহ্নবীকে। অতঃপর এই জুটির পুরোনো প্রেম আবার চর্চায় পরিণত হয়। কিছুদিন আগে নিজের জন্মদিনে পুরোনো প্রেমিককে নিয়ে মন্দিরে যান জাহ্নবী। তবে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কম চর্চা হলেও এই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি জাহ্নবী। অন্যদিকে তার প্রেমিক শিখরও স্বীকার করেননি। তবে কয়েক মাস আগে বনি কাপুর তার কন্যা জাহ্নবীর সঙ্গে শিখরের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন। পাশাপাশি শিখরের ভূয়সী প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ ইত্যাদি ছবিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপাওয়া ছবি ‘বাওয়াল’। গেলো বছর মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবী বেশ কিছু ছবিতে অভিনয় করছেন। এই তালিকায় রয়েছে ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলাজ’ ইত্যাদি।
image

Leave Your Comments