সংকট উত্তরণের উপায় খুঁজতে রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় কমিটি

Date: 2024-05-12
news-banner
সংকট উত্তরণের উপায় খুঁজতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল।

রোববার সকালে কমিটির সভাপতি ড. এ. কে আবদুল মোমেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। এর আগে তাঁরা বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) একটি ই-ভাউচার আউটলেট, ক্যাম্প পাঁচে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন।

ক্যাম্প পরিদর্শন শেষে মোমেন সাংবাদিকদের বলেন, "রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে এ পরিদর্শন।" তিনি বলেন, "রোহিঙ্গারা জানিয়েছেন, তাঁরা স্বদেশে ফেরত যেতে চান।" প্রতিনিধি দল ফিরে গিয়ে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে বলেও জানান তিনি।
image

Leave Your Comments