সর্বজনের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রবাদপুরুষ কমরেড হায়দার আকবর খান রনো। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রনো মুক্তির সংগ্রামের প্রতিটি পদক্ষেপের মধ্যে দিয়ে স্মরনীয় হয়ে থাকবেন বলে জানিয়েছেন তারসহযোদ্ধারা।
মানুষের মুক্তির সংগ্রামে যিনি আজীবন আন্দোলন করে গেছেন তাঁর শেষ বিদায় তো সর্বজনীন হবেই। তাই তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মার্কসবাদী তাত্ত্বিক নেতা ও লেখক মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রনোকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বোস্তরের মানুষ।
সর্বোজনের শ্রদ্ধা নিবেদনের আগে বীর এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব আনার জানানো হয়। পরে হায়দার আকবর খান রনোর প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শ্রদ্ধা জানিয়ে তারা বলেন রনোর সংগ্রাম কখনো বৃথা যাবে না। তিনি তার প্রতিবাদে ভাষায় স্মরনীয় হয়ে থাকবেন।
শ্রদ্ধা জানিয়ে সহযোদ্ধারা বলেছেন দেশের কমিউনিস্ট আন্দোলনে হায়দার আকবর খান রনোর দেখানো পথ অনুসারীদের জন্য আলোক বর্তিকা হয়ে থাকবে। বাবার কর্মময় জীবনের কথা তুলে ধরে হায়দার আকবর খান রনো মেয়ে তার জন্য দোয়া চান। শ্রদ্ধা জানানোর পর জানাজার জন্য তার দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
এর আগে দিনের শুরুতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় দলীয় নেতা কর্মীরা। গত শুক্রবার রাতে ৮২ বছর বয়সে মারা যান হায়দার আকবর খান রনো।