মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

Date: 2024-05-14
news-banner
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে নির্জন কারাবাসে (কনডেম সেলে) রাখা যাবে না-হাইকোর্ট বিভাগের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে।

এর আগে গতকাল সোমবার দেওয়া রায়ে আদালত বলে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে অন্য বন্দিদের মতোই দেখতে হবে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা অন্য বন্দিদের নিরাপত্তার স্বার্থে, সংক্রামক রোগ, স্বাস্থ্যগত ও ব্যতিক্রম পরিস্থিতির কারণে তাঁকে কনডেম সেলে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির বক্তব্য শুনতে হবে।

২০২১ সালে বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেম সেলে রাখার বৈধতা নিয়ে রিট করেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি।

পরের বছরের ৫ এপ্রিল রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন।
image

Leave Your Comments