দেবী বোধনের মধ্য দিয়ে শুক্রবার শুরু হলো শারদীয় দুর্গোৎসব

Date: 2023-10-21
news-banner
শুক্রবার দেবী বোধনের  দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

জানা গেছে, মণ্ডপে মণ্ডপে সন্ধ্যা ৬টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শেষ হয়েছে। এছাড়া মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে চণ্ডীপাঠ।সনাতনী শাস্ত্র অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। শাস্ত্র মতে, যার ফল খুব একটা শুভ নয়। শাস্ত্র অনুযায়ী দেবীর ঘোড়ায় আগমন ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। এছাড়া দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও শুভ বার্তা দিচ্ছে না।

জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) উৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪০ মিনিটে থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে। রোববার (২২ অক্টোবর) মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে বিকেল ৫টা ২৩ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটের মধ্যে। 

সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টার পর শুরু হবে মহানবমী পূজা। পরদিন মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার পর মহাদশমী পূজা শুরু হবে। দশমী পূজার পর অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি।
image

Leave Your Comments