ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা উপত্যকায় আজ (২১ অক্টোবর) সকালে ইসরায়েলের বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকেই। ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছে অনেকে।
গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরেও অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৩৫২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৩৭ জনে। নিহতদের মধ্যে ৭০% শিশু ও নারী।
জাতিসংঘ আরও জানায়, এখন পর্যন্ত ১ হাজারেও বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ব্যক্তিরা ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
গাজায় এ পর্যন্ত প্রায় ১.৪ মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।
জাতিসংঘের অনুমান অনুযায়ী, এখন পর্যন্ত গাজা উপত্যকার ৩০% ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।