আজ মধ্যরাত থেকে শুরু সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

Date: 2024-05-19
news-banner
মাছের প্রজনন বাড়াতে আজ (রোববার) মধ্যরাত থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 

নিরাপদ প্রজনন ও রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মে-জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম।  

মৎস্য অধিদপ্তর জানায়, নিষেধাজ্ঞার এই সময়ে নিবন্ধিত জেলেদের প্রণোদনা দেয়া হবে। 

এদিকে, নিষেধাজ্ঞার এই সময়ে যেনো প্রতিবেশী দেশগুলোর জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন মৎসজীবীরা। তারা ভারত ও বাংলাদেশে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করে আসছেন। 
image

Leave Your Comments