ওএমএসের পণ্য নিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

Date: 2024-05-19
news-banner
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে স্বল্প আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে চৌদ্দ লাখ কার্ডধারীর মধ্যে ওপেন মার্কেট সেলস (ওএমএস)-এর মাধ্যমে ভর্তুকী মূল্যে চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার।

আজ রোববার (১৯ মে) জধানীর মিরপুর আনসার ক্যাম্পের সড়কে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় ওএমএস ডিলারদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেছেন, চাল ও আটা নিয়ে কোন ধরণের দুর্নীতি করলে লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

খাদ্যমন্ত্রী জানান, নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায় সেজন্য সরকারের এই উদ্যোগ। ওএমএসের পণ্য নিয়ে কোন ডিলার দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওএমএসের ট্রাক থেকে প্রতি সপ্তাহে ৩০ টাকা কেজিতে ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজিতে আটা বিক্রি করা হচ্ছে। মিরপুরের ৯টি কেন্দ্রের একটি থেকে দেয়া হয়েছে ১২শ’ কার্ড। সারাদেশে ৯২১টি কেন্দ্রের মাধ্যমে ১৪ লাখ কার্ড বিতরণ করা হচ্ছে।
image

Leave Your Comments