এভারেস্টের পর লোৎসে জয় করলেন বাবর আলী

Date: 2024-05-21
news-banner
এভারেস্ট জয়ের পর এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাবর আলী। লোৎসের শিখরে এর আগে কোনো বাংলাদেশি পৌঁছাতে পারেননি। বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এভারেস্ট ও লোৎসে জয়ী একজনই, তিনি বাবর আলী। 

আজ মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী লোৎসের চূড়ায় দাঁড়ান।  বাবর আলীর লোৎসে জয়ের খবরটি নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান।

তিনি বলেন, আজ ভোরে বাবর আলী লোৎসে জয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে বাবর আলীই প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত সামিট করেছেন। লোৎসের উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট (৮ হাজার ৫১৬ মিটার)। 

ফরহান জামান আরো জানিয়েছেন, বাবর আলী সুস্থ আছেন, আশা করছি আজ তিনি রওনা দিয়ে ক্যাম্পে এসে পৌঁছাবেন।

এর আগে গত রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। 
image

Leave Your Comments