জার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Date: 2024-05-23
news-banner
দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় এবং  গাছ লাগান পরিবেশ ও মানুষ বাঁচান এই  স্লোগান কে সামনে নিয়ে জার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৪" আজ হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। 

জার ফাউন্ডেশনের সদস্য ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার ফাউন্ডেশনের চেয়ারম্যান জিন্নাত আলী, প্রধান 
বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদুল করিম বাপ্পি। 

এসময় বক্তারা বলেন পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের,তাই সচেতন হতে হবে আমাদের সকলকে। দিনের পর দিন যেভাবে গাছ কাটা চলছে সেই গাছ কাটা বন্ধ না করলে পরিবেশকে রক্ষা করতে পারা যাবে না। সচেতন বার্তা জনসাধারনের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ জার ফাউন্ডেশনের সদস্যরা।

এসময় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও ছাত্র ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 
image

Leave Your Comments