বাফুফের সাবেক দুই কর্মকর্তা নিষিদ্ধ, সালাম মূর্শেদীকে ফিফার জরিমানা

Date: 2024-05-24
news-banner
গত বছর ১৪ এপ্রিল জালিয়াতির দায়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু সেই নিষেধাজ্ঞা বেড়ে তিন বছর করা হয়েছে। সেই সঙ্গে তালিকায় যোগ হয়েছে আরও দুটি নাম।

দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে। এ ছাড়াও ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মূর্শেদীকে।

বাংলাদেশি মুদ্রায় যা ১২ লাখ ৮৪ হাজা ৭৬৯ টাকা। সালাম মূর্শেদী ছাড়াও নিষিদ্ধ হওয়া দুই কর্মকর্তাকেও সমপরিমান জরিমানা করা হয়েছে। ফিফার এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য-প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত প্রদান করেছে।

এ ছাড়াও বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকেও সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্ল্যায়ন্স পূরণ না করায় সতর্ক করা হয়েছে।

আর আবু নাঈম সোহাগ, আবু হোসেন, মিজানুর রহমানের ওপর সাধারণ দায়িত্ব, আনুগত্য ও মিথ্যাচারের কারণে শাস্তি দেওয়া হয়েছে।
image

Leave Your Comments