ঘূর্ণিঝড় রিমালে নিহত ২

Date: 2024-05-27
news-banner
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূল অতিক্রম করেছে। এর কেন্দ্রটি আগামী ১-২ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে। কেন্দ্র অতিক্রম করার পর ঘূর্ণিঝড়ের শেষ ভাগটি ৩-৫ ঘণ্টা পর বাংলাদেশ অতিক্রম করবে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। এরমধ্যে একজন পটুয়াখালীতে, আরেকজন সাতক্ষীরায় মারা গেছেন।
দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, কম ক্ষতির মধ্যে দিয়ে এটা মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছে। দুর্গত অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে

তিনি আরও জানান, ৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে। শুকনো খাবার, পানি, পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
image

Leave Your Comments