১৭ ঘণ্টা পর চালু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

Date: 2024-05-27
news-banner
আজ ভোর ৫ টা হতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আবার শুরু হয়েছে। 

গতকাল ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমান বন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গতকাল দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রিমেল ক্রমশ দূর্বল হয়ে পড়ায় আজ ভোর থেকে আবার চালু করে দেয়া হয়েছে বিমানবন্দর। ফলে স্বাভাবিক হয়ে হয়েছে বিমানবন্দরের কার্যক্রম ।

এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।
image

Leave Your Comments