বাগেরহাটে পানিবন্দি মানুষ, ভেসে গেছে চিংড়ির ঘের

Date: 2024-05-28
news-banner
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২৬ মে) রাত থেকে জড়ো হাওয়া ও প্রবল বাতাসের কারণে ওই এলাকার বিভিন্ন গাছ উপড়ে পড়েছে, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ভেসে গেছে হাজার হাজার একর জমির চিংড়ি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ। 

জানা গেছে, মংলার চিলা ইউনিয়নের দক্ষিণকাইমারি গ্রামের রিং বেড়িবাঁধের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। চিলা ইউনিয়নসহ মোট ১০-১২টি গ্রাম এখন পানির নিচে। 

সদরের ব্যমরতস ও বিষ্ণুপুর ইউনিয়নের রিং বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। শরণখোলা মোরেলগঞ্জসহ জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার চিংড়ি চাষের ঘের পানিতে ভেসে গেছে। 

উপকূলের বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ- তারা দুপুরের খাবার-ত্রাণ পায়নি। তবে চিলা ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম জানান, খাবার প্রস্তুত আছে, দুর্যোগের ভেতরে আসতে একটু দেরি হচ্ছে। কিছুক্ষণের ভেতরে চলে আসবে। চাল ডালসহ প্রয়োজনীয় সামগ্রী এখনও পর্যাপ্ত মজুদ আছে। ঝড় বৃষ্টির কারণে সেগুলো বের করা সম্ভব হচ্ছে না। তবে এগুলো পৌঁছে দেয়া হবে সবার কাছে। 

মোংলাসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো বাতাস বইছে। বাড়ির উচ্চতাও বেড়েছে। আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। ঝড়বৃষ্টিতে মারা গেছে কয়েকটি পাখি।
image

Leave Your Comments