পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকার একটি ধানক্ষেতের বেড়াজালে আটকে পড়া অজগর উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ‘বার্মিজ অজগর’ নামে পরিচিত সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামার আমতলা এলাকায় করতোয়া নদীর পাশের ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে ধানক্ষেতের পাশের বাগানে বাঁশ কাটতে গিয়ে অজগরটি দেখতে পায় তরিকুল নামের এক ব্যক্তি। তিনি স্থানীয়দের সহায়তায় সাপটিকে জালসহ উদ্ধার করে বনবিভাগের কর্মীদের খবর দেন।
বনবিভাগ সূত্রে জানা গেছে, অজগরটির ওজন প্রায় ২৫ কেজি। এটি লম্বায় প্রায় ৮ ফুট। বয়স আনুমানিক দুই বছর।
বন্যপ্রাণী ও সাপ রক্ষার সংগঠন ওয়াইল্ডলাইফ এন্ড স্নেইক রেসকিউ টিম ইন বাংলাদেশের সভাপতি সহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। সাপটি বার্মিজ অজগর নামে পরিচিত। এই ধরনের সাপ সচরাচর এই এলাকায় দেখা যায় না।