বিমানে বোমা আতঙ্ক’, জরুরি অবতরণ

Date: 2024-06-01
news-banner
বিমানে বোমা আতঙ্কের জেরে সাত সকালে জরুরি অবস্থা ঘোষণা করা হল মুম্বই বিমানবন্দরে। শনিবার (০১ জুন) সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পরই একটি বিমানে বোমা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। প্রায় সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যম বলছে, এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, “সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। বর্তমানে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।

জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই বিমানের উড়ান সংখ্যা ছিল ৬ই৫৩১৪। বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ।
image

Leave Your Comments