আসামে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত বেড়ে ১৫

Date: 2024-06-02
news-banner
ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লক্ষাধিক মানুষ।বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে গেছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। 

মানুষের পাশাপাশি ৮৯টি পশুকেও উদ্ধার করা হয়েছে শনিবার। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে অসমের গুরুত্বপূর্ণ তিনটি নদীর পানি। সেখানে পানি না কমলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল সাড়ে তিন লাখ। শনিবার তা ছাড়িয়ে গেছে ছ’লক্ষের গ-ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নগাওঁ জেলা। শুধু সেখানেই বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লাখের বেশি। আসমের বিপর্যয় মোকাবেলা বাহিনীর পরিসংখ্যান বলছে, এখনও বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত ১০টি জেলা।

পরিস্থিতি মোকাবেলায় দিনরাত উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যেরা। রাজধানী শহর গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসমের পুলিশ এবং  জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। রাতে স্থানীয়দের চলাফেরাতেও জারি হয়েছে বিধিনিষেধ। 
image

Leave Your Comments