স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন সারাদেশে অবৈধ হাসপাতাল ক্লিনিক বন্ধে অভিযান চলবে। অবৈধ কোনও কিছু প্রশ্রয় দেয়া হবে না। তিনি বলেন এ বিষয়ে তিনি কোনও চাপে নেই। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন চীনের অর্থসহায়তায় চট্টগ্রামে দেড়শো বেডের বার্ন হাসপাতাল করা হবে। এসময় তিনি আরও বলেন ভ্যাকসিন প্ল্যান্টের প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট। ধীরে ধীরে এ প্রকল্প এগুবো। যাতে সফল হতে পারি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মনিটরিং জোরদার করতে হবে। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন এ রোগ মোকাবেলায় মোকাবেলায় প্রস্তুতি আছে। সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
নতুন বাজেটে সেই সব প্রকল্পই নেবো যেগুলোতে সাধারণ মানুষের উপকার হবে। এর বাইরে কোনও প্রকল্প গ্রহণ করা হবে না জানিয়ে তিনি বলেন আমি মনিটরিং করবো যাতে টাকাটাও ঠিকভাবে ব্যয় হয়।