ট্রেনে ১৩ জুনের আগাম টিকেট বিক্রি শুরু

Date: 2024-06-03
news-banner
ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে এসব টিকেট কাটতে পারবেন যাত্রীরা।  বরাবরের মতো এবারও শতভাগ আসনের টিকিট বিক্রি হবে অনলাইনে।

সোমবার সকাল আটটায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর টিকেট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে দুপুর দুইটায়। 

একজন যাত্রী ঈদে আগাম ও ফিরতির সর্বোচ্চ একবার এবং সর্বাধিক চারটি আসনের টিকেট কিনতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই চারটি টিকেট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম সংযুক্ত করার ব্যবস্থা থাকবে। 

ঈদযাত্রার এই টিকেট ফেরত দেওয়া যাবে না। কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকেট কেনার সময় নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। 

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৪ জুনের টিকেট বিক্রি হবে জুন জুন, ১৫ জুনের টিকেট বিক্রি হবে পাঁচ জুন এবং ১৬ জুনের টিকেট বিক্রি হবে ছয় জুন। 
image

Leave Your Comments