রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাফর ছালেক সিকদার। শিক্ষক রনজিত চক্রবর্ত্তী ও চৈত্রী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া শিক্ষা
অফিসার হারুনুর রশিদ কাজল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. ইকবাল শাহ চৌধুরী, মো. লোকমানুল হক তালুকদার, মো. আনোয়ার করিম সিকদার, মুক্তি সাধন বড়ুয়া, মোহাম্মদ সেলিম, এনাম উদ্দিন আইয়ুব, কামরুন নাহার, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম প্রমুখ। শেষে প্রতিযোগিতায়
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে গত ৬ ও ৭ ফেব্রুয়ারি হাউজভিত্তিক বাছাই এবং ৮ ফেব্রুয়ারি অ্যাথলেটিকস এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পঞ্চপান্ডব যথাক্রমে ওহাব,
জ্ঞানদা, রোহিনী, প্রসন্ন ও ঊমেশ এই পাঁচ নামে ৫টি হাউজে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিকের মোট ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করে।