চাঁন্দারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Date: 2023-10-23
news-banner

নিজস্ব প্রতিবেদক- জার খবর  , ছবি - জার নিউজ  

চাঁন্দারপাড়া এজিএস ক্লাব আয়োজিত ১ম বারের মতো দিবা রাত্রি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে ফাতেমা স্মৃতি আদর্শ পাড়া বনাম সিটি ফ্রেন্ডস ক্লাব খেলোয়াড় অংশ নেয়। 


উক্ত খেলায় উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব হাজী মোহাম্মদ হাসান, প্রধান অতিথি জনাব হাজী মোঃ জিয়াউল হক সুমন, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর, বিশেষ আকর্ষণ হিসাবে উপস্হিত ছিলেন জার গ্রুপের চেয়ারম্যান ও জার ফাউন্ডেশনের সভাপতি জনাব হাজী মোঃ জিন্নাত আলী , প্রধান বক্তা ছিলেন হাজী মোঃ আবু নাছের সহ-সভাপতি ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ, বিশেষ বক্তায় ছিলেন রজ্ঞিত কুমার শীল, সাবেক জিএস, ব্যারিষ্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি ছিলেন ইমতিয়াজ হোসেন বাবলা সাবেক সভাপতি চট্রগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ,  উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ কায়সার ৩৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা।  খেলাটি পরিচালনা করেন মোঃ আরিফুল হক সুমন ৩৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা।  খেলা শেষে, বিজয়ীদের মাঝে অতিথিরা খেলোয়াড়দের হাতে  পুরুষ্কার তুলে দেন। 


উক্ত ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফারুকুল ইসলাম ,সভাপতি চান্দার পাড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি , হাজী মোঃ আলী সভাপতি,  চান্দার পাড়া আব্দুল গফুর শাহ (রাঃ) জামে মসজিদ ,হাজী মোঃ জসিম সহ-সভাপতি  ,মোঃ জাহেদ হোসেন সাধারন সম্পাদক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ কায়সার। খেলায় ফাতেমা স্মৃতি আদর্শ পাড়া ৩-০ গোলে  সিটি ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে ফাইনালে বিজয়ী হয়।


এ সময় প্রধান অতিথি বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের পাশাপাশি স্মার্ট খেলোয়াড় দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ছাত্র ছাত্রীদের খেলার জন্য আলাদা কিছু ভাবছে। তাই বেশি বেশি খেলার অনুশীলনী করতে হবে। যারা খেলাধুলা করেন, তাঁদের মন ভালো থাকে, তাঁরা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।


এ সময় জার গ্রুপের চেয়ারম্যান জিন্নাত আলী রাশেদ বলেন, জয়-পরাজয় মিলেই খেলাধুলা। এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করাটাই অত্যন্ত জরুরি। খেলাধুলা শারীরিক গঠন, মানসিক বিকাশ ও নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একান্তভাবে জরুরি। তিনি বিজয়ী, বিজিত ও খেলায় অংশগ্রহণকারী- সবাইকে অভিনন্দন জানান।


পরিশেষে চান্দার পাড়া এজিএস ক্লাব কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে  সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করেন এবং অন্যান্য অতিথির ন্যায় জার গ্রুপের চেয়ারম্যান ও জার ফাউন্ডেশনের সভাপতি জনাব হাজী মোঃ জিন্নাত আলী রাশেদকেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। 


খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন।
image

Leave Your Comments