রাত ৩টা থেকে হাতিরঝিলে যান চলাচল বন্ধ

Date: 2024-06-06
news-banner
‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শিরোনামে হাফ ম্যারাথন উপলক্ষে শুক্রবার (৭ জুন) রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকবে। পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার নিরাপত্তায় থাকবে ডিএমপির ৬৫০ জন সদস্য।

বৃহস্পতিবার (৬ জুন) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা

তিনি জানান, ৭ জুন ভোর ৫টায় ঢাকার হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শীর্ষক হাফ ম্যারাথন হবে। এ উপলক্ষে ডিএমপি থেকে আইনশৃঙ্খলা সংক্রান্তে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় মোতায়েন থাকবে।

তিনি জানান, হাতিরঝিলে প্রবেশের জন্য ৩৭টি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে ডিউটিরত থাকবে, যাতে নিরাপত্তা চেকিং ছাড়া কেউ হাতিরঝিলে প্রবেশ করতে না পারে।

এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য পুলিশ প্লাজা কনকর্ড, অ্যালিফ্যান্ট পার্ক ও অ্যাম্ফিথিয়েটারে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
image

Leave Your Comments