মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

Date: 2024-06-06
news-banner
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রি ছাড়াও মন্ত্রিসভার সদস্যসহ বাজেট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রস্তাবেসই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

এইটি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট। প্রতিবছর গড়ে ১২ থেকে ১৫ শতাংশ আকার বাড়ানো হলেও এবার মাত্র সাড়ে চার শতাংশ আকার বাড়ছে বাজেটের। 
image

Leave Your Comments