অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের যাত্রীরা

Date: 2024-06-08
news-banner
ফের নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন‘ঢালারচর এক্সপ্রেস’ট্রেনের যাত্রীরা। পরে ভাঙা রেললাইন মেরামত করা। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তারা লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনের গতি দেখে স্থানীয় লোকজন রেললাইনের ভাঙা স্থানে পাটের বস্তায় গুঁজে দিলে তার ওপর দিয়ে ধীরগতিতে চলে যায় ট্রেনটি। ফলে লাইনচ্যুতির হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। তবে কিছু দূর গিয়ে থেমে যায় ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ৫০ বছরের আগের রেললাইন হওয়ায় এমন ঘটনা ঘটেছে। পরে আব্দুলপুর জংশন থেকে রেলওয়ের কর্মীরা গিয়ে রাত ৯টার দিকে লাইনটি মেরামত করেছেন। 

প্রসঙ্গত, গত ৮ মে সকালে একই উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।
image

Leave Your Comments