প্রতারণায় যুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

Date: 2024-06-08
news-banner
হজযাত্রীদের সঙ্গে যেসব এজেন্সি প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, হজযাত্রীদের সঙ্গে প্রতারণায় যুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ জুন) সকালে আশকোনায় হজ অফিসে সকাল ৯টায় হজ ২০২৪- এর সার্বিক বিষয়াদি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন ধর্মমন্ত্রী।

মন্ত্রী বলেন, ৮৫ হাজার হাজির মধ্যে এখনো ১৫ হাজার হজযাত্রী যাওয়া বাকি রয়েছে। তবে ভিসার কোনো জটিলতা নেই জানিয়ে তিনি বলেন, আগামী ১২ জুনের মধ্যে বাকি হজযাত্রী সৌদি আবর পৌঁছে যাবেন। অন্যবারের তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের কোনো অব্যবস্থাপনা ছিল না।

হেল্পডেস্কের তথ্যমতে, হজ পালনের জন্য এখন পর্যন্ত (৭ জুন রাত ২টা ৫৯) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৭,১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬২,৫৮৮ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।
image

Leave Your Comments