মিয়ানমারে ফেরত গেলেন আরও ১৩৪ বিজিপি ও সেনাসদস্য

Date: 2024-06-09
news-banner
মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে আজ সকালে দেশে ফেরেন বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ৪৫ বাংলাদেশি। সেই জাহাজেই এবার ফেরত যাবেন বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনা বাহিনীর ১৩৪ জন সদস্য।

রোববার (৯ ই জুন) সকাল সাড়ে ৯টা'র দিকে কক্সবাজারে পৌঁছায় কারাভোগ করা বাংলাদেশিরা। সকালে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডাব্লিউটিএ জেটি ঘাঁটে এই প্রক্রিয়া শুরু হয় দু' প্রতিবেশী দেশের মধ্যে। সকালেই বাসে করে মিনায়নমারের বিজিপি ও সেনা সদস্যদের আনা হয় এই ঘাটে। 

এর আগে ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমারের বিজিপি সেনা ও সরকারী কর্মকর্তাদের ফেরত পাঠানো হয়। দ্বিতীয় দফায় ২৫ এপ্রিল ২৮৮ জন আশ্রিতদের ফেরত দেয় বাংলাদেশ। বিনিময়ে সেদেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। 
image

Leave Your Comments