ভারত-পাকিস্তান মহারণ আজ

Date: 2024-06-09
news-banner
চলতি ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ আজ। 'এ' গ্রুপে ভারত প্রত্যাশিত বড়ো জয়ে আসর শুরু করলেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কায় পাকিস্তান। নিউ ইয়র্কের ইস্ট মিডোতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। 

ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট। এই উইকেটে ব্যাটিং করাটা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তিনটি ম্যাচ থেকে সেই প্রমাণও মিলেছে। 

তাই ভারত-পাকিস্তান ম্যাচকে প্রাণবন্ত করতে হাই-স্কোরিং উইকেট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। 

ইংল্যান্ডের কাছে চার টি-টোয়েন্টির সিরিজ ২-০'তে হেরে বিশ্বকাপে পা রাখে বাবর আজমের পাকিস্তান দল। কিন্তু 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই হারে হোঁচট ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের। হারটাও আবার আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে। স্বাগতিকদের ১৮ রানের জবাবে ১৩ রানে শেষ পাকিস্তানের জয়ের আশা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তানের সামনে এবার চির প্রতিদ্বন্দ্বী ভারত।

আইসিসির ইভেন্টে যাদের বিপক্ষে ব্যর্থতার পাল্লাটাই ভারি বেশি। রোহিত শর্মাদের এতো চিন্তা নেই। আয়ারল্যান্ডকে হেসেখেলে হারিয়ে তাদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষেও তারা। ২০০৭ বিশ্বকাপে প্রথম দেখা দুই চিরশত্রুর। ২০ ওভারের ক্রিকেটে প্রথম টাই করে তারা। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপাও হাতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। এ পর্যন্ত  ১২ ম্যাচের মোকাবেলায় ৮টিতেই জয় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপ মঞ্চেও চারবারের সাক্ষাতে তিনবার জয়ী তারা। ২০২১-এ ভারতকে ১০ উইকেটে হারানো বাবরদের একমাত্র অনুপ্রেরণা। 
image

Leave Your Comments