শেষ মূহুর্তের গোলে ব্রাজিলের নাটকীয় জয়

Date: 2024-06-09
news-banner
কোপা আমেরিকার আগে নিজেদের শক্তি জানান দিল ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে দলটি। রোববার সকালে টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন খেলার শুরুতেই মেক্সিকোকে চেপে ধরে ব্রাজিল। দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণের পর পঞ্চম মিনিটেই আসে সাফল্য। সাবিনহোর বাড়ানো বল ডি বক্সে পেয়ে বুলেট গতির শটে জাল ভেদ করেন আন্দ্রেয়াস পেরেইরা।  

গোল হজমের পর পাল্টা আক্রমণ শুরু করে মেক্সিকো। তাতে আক্রমণ প্রতি আক্রমণে প্রথমার্ধেই জমে উঠে ম্যাচ। দুই দল মিলে সাতটি আক্রমণ করলেও প্রথমার্ধে আর গোল আসেনি। দ্বিতীয়ার্ধে নেমে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ৫৪ মিনিটের সময় লিড দ্বিগুণ করেন।

খেলা যখন মনে হচ্ছিল ব্রাজিলের দিকে তখনই চমক দেখায় মেক্সিকো। ৭৩ মিনিটে ব্যবধান কমিয়ে আনেন জুয়ান কুইনোস। নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গুলের্মো মার্টিনেজ স্কোর সমান করেন। তবে তখনো অনেক নাটকের বাকি।

ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রের উড়িয়ে মারা বল, লাফিয়ে ওঠে তাতে মাথা ছুঁইয়ে জালে পাঠান এনড্রিক। এই গোলের বরই শেষ বাঁশি বাজান রেফারি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা। 
image

Leave Your Comments