নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

Date: 2024-06-10
news-banner
নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই দেশেই সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পর রোববার সন্ধ্যায় নয়াদিল্লীর রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। এ সময় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। পরে দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, তাঁর কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সোমবার সকালে নয়া দিল্লীর আইটিসি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন শ্রীলংকার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। এর আগে, রোববার সন্ধ্যায় ভারতের নতুন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। 
image

Leave Your Comments