সকাল থেকেই চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ছাদে মেতে ওঠে দেশীয় এ উৎসবে। এরপর দুপুর দুইটায় শুরু হয় আলোচনা সভা। সেসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ (ট্রেজারার) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমন, প্রাধ্যক্ষ (প্রক্টর) ড. মোস্তফা কামালসহ বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমরা বাঙালি। আমাদের ১২ মাসে ১৩ পার্বণের দেশ। অসাম্প্রদায়িকভাবে আমরা সব উৎসব উদযাপন করি। বেশ কয়েকটি বিভাগ এবার বসন্ত বরণ উৎসব উদযাপন করছে। গ্রামীণ পরিবেশের আদলে বসন্ত বরণ উৎসব দেখে খুবই ভালো লাগছে। বসন্তের ফুল ফোটার উৎসব হোক সবখানে।