ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেব: প্রধানমন্ত্রী

Date: 2024-06-11
news-banner
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘূর্ণিঝড় রিমাল ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা ঘর হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করা হচ্ছে। অতি শিগগিরই তাদের ঘর নির্মাণ করে দেয়া হবে। আমরা তাদের পাশে আছি। 

আজ সকালে গণভবনে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব কখা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসময় তিনি বলেন ভূমিহীনদের মাঝে খাস ছবি বন্টনের মাধ্যমে মাথা গোজা ঠাই করে দেয়ার কার্যক্রম গ্রহণ করেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে, তারা কেউ মানুষের কল্যাণে উদ্যোগ নেয়নি।

প্রধানমন্ত্রী বলেন যে মানুষগুলো আমাদের বিশ্বাস করে ভোট দিয়ে ক্ষমতা এনেছে তাদের ভাগ্য পরিবর্তন করা আমাদের দায়িত্ব ও লক্ষ্য। যারা ঘর পেয়েছেন এটি আপনাদের সম্পদ। সঠিকভাবে এসব ঘর রক্ষণাবেক্ষণ করতে আহবান জানান তিনি। 

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন দেশের ৭০টি উপজেলার ১৮,৫৬৬ টি পরিবার আজ জমিসহ ঘর পাচ্ছেন। এর মাধ্যমে ৫৮টি জেলার ৪৬৪ টি উপজেলার মানুষ সম্পূর্ণরূপে গৃহহীন মুক্ত হল। 

বৈশ্বিক বাস্তবতায় অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার আহবান জানান প্রধানমন্ত্রী।
image

Leave Your Comments