একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বেড়েছে দুই দিন

Date: 2024-06-11
news-banner
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে আগামী ১১ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল ,যা ১৩ জুন রাত ৮টা পর্যন্ত করা হয়েছে ।

পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও উক্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। গত সোমবার (১০ জুন) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ঈদের ছুটির পর ২৩ জুন।

এতে আরও বলা হয়, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত, অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোন শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না।
image

Leave Your Comments