মানসিকভাবে অসুস্থ ছিল কনস্টেবল কাওছার : আইজিপি

Date: 2024-06-11
news-banner
রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় গুলি করে পুলিশ সদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক পুলিশ সদস্য কাউসার আলী মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। 

তার অসুস্থতার জানার কথা উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ ছিলেন তবে ডাক্তারই তাকে ফিট সার্টিফিকেট দিয়েছিলো। ডিউটির জন্য উপযোগী বলে ঘোষণা দেয়ায় কাউসারকে দায়িত্বে রাখা হয়। 

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশের গার্ডরুমে দায়িত্ব পালন করছিলেন কাউসার। 

এ সময় তিনি এসএমজি দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে কনস্টেবল মনিরুল ইসলামকে হত্যা করেন। তার গুলিতে জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন শাহরুখও আহত হন।

ওই ঘটনায় নিহত মনিরুলের ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওই ঘটনার পর পুলিশ সসস্যের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন বলে বলা হচ্ছে। 

image

Leave Your Comments