একদিনে গাজায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

Date: 2024-06-13
news-banner
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় গত একদিনে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এনিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাড়িয়েছে ৩৭ হাজার ২০২ জনে। 

এদিকে, গাজার বেশিরভাগ অংশ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর প্রধান টেড্রোস আধানম গ্যাবিয়েসাস। এছাড়া যুদ্ধ-বিধ্বস্ত গাজাজুড়ে অমানবিক পরিস্থিতিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৮ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধে আমেরিকার দেয়া প্রস্তাবে নিজেদের মতামত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য নেয়া চুক্তিতে পূর্ণ ইতিবাচকতা দেখিয়েছে তারা। তবে হামাস প্রস্তাবিত চুক্তিতে কিছু পরিবর্তনের দাবি করেছে যা কার্যকর করা সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।
image

Leave Your Comments