নিষিদ্ধ হলো জয় চৌধরী'র আমার শেষ কথা

Date: 2023-10-24
news-banner
জয় চৌধুরী অভিনীত ‘আমার শেষ কথা’ ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। চলচ্চিত্র সেন্সরশিপ আইন ১৯৬৩ এর ৪বি (১) উপধারা লঙ্ঘন করায় এটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়েছে।  

সেন্সর বোর্ডের ওই আদেশে বলা হয়েছে, কাকরাইলের ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো। এতে আরও বলা হয়েছে, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় সনদপত্রহীন এই চলচ্চিত্রটি বাংলাদেশে প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে সেটা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী মো. ইসলাম। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী, নবাগত কাজী জারা টায়রা, কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ।
image

Leave Your Comments