উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'হামুন' আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুরের ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ভোলার কাছে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে পায়রা ও চট্টগ্রাম বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং মোংলা বন্দরকে ৫ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় হামুন বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে খুব ভারী (৮৯ বা তার বেশি) বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়।
এদিকে প্রবল ঘূর্ণিঝড় হামুন উপদ্রুত এলাকার দুর্গত মানুষদের আজ রাত আটটার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।