বাংলাদেশ ২০২৪ সালের ছুটির তালিকা

Date: 2023-10-25
news-banner

চলতি বছরের মত আসছে বছরেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।’

তিনি বলেন, ‘এ ছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে। সেটি আমাদের আছে।’ চলতি বছর ২০২৩ সালেও ২২ দিন সরকারি ছুটির তালিকা রয়েছে। এর মধ্যে শুক্র-শনিবার আট দিন।

নীচের সারণিতে বাংলাদেশ ২০২৪ ছুটির দিনগুলির একটি ক্যালেন্ডার রয়েছে। আপডেটের জন্য ফিরে নিয়মিত চেক করুন।


তারিখদিনছুটির
21 ফেব্রুয়ারিবুধবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
26 ফেব্রুয়ারিসোমবারশব-ই-বরাত
17 মার্চরবিবারজাতির পিতার জন্মবার্ষিকী
26 মার্চমঙ্গলবারস্বাধীনতা দিবস
5 এপ্রিলশুক্রবারজুমাতুল বিদা
6 এপ্রিলশনিবারশব-ই-কদর
9 এপ্রিলমঙ্গলবারঈদুল ফিতর
10 এপ্রিলবুধবারঈদুল ফিতর
11 এপ্রিলবৃহস্পতিবারঈদুল ফিতর
14 এপ্রিলরবিবারপহেলা বৈশাখ
1 মেবুধবারমে দিবস
23 মেবৃহস্পতিবারবুদ্ধ পূর্ণিমা
16 জুনরবিবারঈদুল আযহা
17 জুনসোমবারঈদুল আযহা
18 জুনমঙ্গলবারঈদুল আযহা
17 জুলাইবুধবারআশুরা
15 অগাস্টবৃহস্পতিবারজাতীয় শোক দিবস
26 অগাস্টসোমবারশুভ জন্মাষ্টমী
16 সেপ্টেম্বরসোমবারঈদে মিলাদুন্নবী
13 অক্টোবররবিবারবিজয়া দশমী
16 ডিসেম্বরসোমবারবিজয় দিবস
25 ডিসেম্বরবুধবারবড়দিন
image

Leave Your Comments