নরওয়ের বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স-এ আমন্ত্রিত হলেন সুমি গানে গানে দেশের প্রতিনিধিত্ব করতে নিয়মিতই বিশ্বমঞ্চে উপস্থিত হচ্ছেন তিনি। তবে এবারের যাওয়াটা কিছুটা অন্যরকম। এবার নরওয়ের একটি ইন্টারন্যাশনাল মিউজিক কনফারেন্স-এ আমন্ত্রিত হয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি।
নরওয়ের ক্রিস্টিয়ান স্যান্ড শহরের বিখ্যাত ইউনিভার্সিটি অফ অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেড-এর আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় এ ব্যান্ড মিউজিক ব্যক্তিত্ব। জানা যায়, তিনি ছাড়াও এ কনফারেন্স এ যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের মিউজিক এক্সপার্টরা। দশ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে তাঁর প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করবেন সুমি।
সর্বশেষ ৯-১০ নভেম্বর ‘মিউজিক এন্ড ক্লাইমেট কেয়ার’ শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে । এছাড়া ইউনিভার্সিটি অফ সাউথ ইস্ট নরওয়েতে ড. সুলভাই কোরাম এর আমন্ত্রণে নরডিক কালচারাল পয়েন্টের সদস্যদের সঙ্গে ‘নদীরক্স’ ও ‘ক্লাইমেট কেয়ার’ নিয়ে সচেতনতার জায়গা থেকে আরও একটি সেশনে কথা বলবেন সুমী।
৩০ অক্টেবর থেকে শুরু হওয়া এ যাত্রায় ডেনমার্ক হয়ে নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিন্যালেন্ড কয়েকটি মিটিং এ অংশগ্রহণ করবেন সুমি। ১৬ নভেম্বর দেশে ফিরে যোগ দেবেন নতুন কনসার্টে। যাওয়ার আগে ২৫ অক্টোবর রাজশাহীতে এবং ২৬ অক্টোবর আর্মি স্টেডিয়ামে চিরকুট নিয়ে দুটি কনসার্ট করে যাবেন তিনি।