বিশ্বকাপ দলে অভিজ্ঞ এই ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ব্যাট হাতে রান পাওয়ার পরও জাতীয় দল থেকে নির্বাচকরা ‘বিশ্রাম’-এ পাঠায় মাহমুদউল্লাহ রিয়াদকে। যদিও ক্রিকেটপ্রেমীরা মনে করেন, বিশ্রামের নামে রিয়াদকে তখন দল থেকে বাদই দেয়া হয়েছিলো।
চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে ম্যাচ নিয়ে আলোচনার পাশাপাশি কথা বলেন পারিপার্শ্বিক বিষয় নিয়েও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উঠে এলো রিয়াদের কথিত বিশ্রাম প্রসঙ্গ। জবাবে রিয়াদের ভাষ্য, বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গেছিলো। এটা আমার হাতে নেই। এটা তাদের (নির্বাচকদের) সিদ্ধান্ত। আমার কাজটা আমি যদি সততা দিয়ে করতে পারি, এটাই আমার কাজ। আমি এটাই করতে চাই।
তিনি আরো যোগ করেন, যারা আমাকে ওই সময় সাপোর্ট করেছেন, আপনাদের মধ্য থেকে। তাদের ধন্যবাদ। আর যারা করেননি তাদেরও ধন্যবাদ।