ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এরদোয়ানের ইসরায়েল সফর বাতিল ঘোষণা

Date: 2023-10-26
news-banner
অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী যোদ্ধা (মুজাহিদীন)। তারা নিজভূমি রক্ষার জন্য লড়াই করছেন। এমনটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এই তুর্কি নেতা। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির আয়োজিত দলীয় সমাবেশে এসব জানিয়েছেন এরদোয়ান। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

এরদোয়ান বলেন, ‘হামাস সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী যোদ্ধা। তারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন। পশ্চিমাদের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করতে পারে। ইসরায়েল পশ্চিমাদের কাছে অনেক কিছুর জন্যই ঋণী ও দায়বদ্ধ। কিন্তু তুরস্ক কারো কাছে কোনও কিছুর জন্যই দায়বদ্ধ নয়। হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। এটা মুজাহিদীনদের একটি সংগঠন, যারা নিজেদের ভূমিকে রক্ষা করতে সংগ্রম করছে।

একইসঙ্গে আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এই তুর্কি নেতা। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এছাড়া হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন বলায় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন। গাজায় চলানো ‘অমানবিক’ যুদ্ধ ও বর্বরোচিত হামলার কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করছেন তিনি। এরদোয়ান বলেন, `আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা সেখানে যাব না।
image

Leave Your Comments