ইরানের আইআরজিসি জেনারেল ও পাইলট নিহত

Date: 2024-11-04
news-banner
দেশটির অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘আল্ট্রা-লাইট জাইরোপ্লেন’ সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনাটি সিস্তান-বালুচিস্তান প্রদেশের সিরকান শহরে ঘটে। এতে গোলেস্তান প্রদেশের নিনেভাহ ব্রিগেডের কমান্ডার জেনারেল হামিদ মাজানদারানি ও আইআরজিসির স্থল বাহিনীর পাইলট হামেদ জান্দাঘি নিহত হয়েছেন।

ইরানের সশস্ত্র বাহিনী ২৬ অক্টোবর থেকে ওই অঞ্চলে একটি অভিযান পরিচালনা করছে। একটি হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর অভিযানটি শুরু হয়। সুন্নি মুসলিম জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে। অভিযান শুরু হওয়ার পর বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন এবং অন্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে
 
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশ ইরানের সবচেয়ে দরিদ্র প্রদেশগুলোর মধ্যে একটি। সেখানে বালুচ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস, যাদের অধিকাংশই সুন্নি ইসলাম ধর্মাবলম্বী, যা দেশের প্রধানত শিয়া সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সঙ্গে বৈপরীত্যপূর্ণ।
image

Leave Your Comments