প্রথম চীন সফরে যাচ্ছেন মিয়ানমার জান্তা প্রধান

Date: 2024-11-04
news-banner
২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে প্রভাবশালী প্রতিবেশী দেশে মিয়ানমার শীর্ষ জেনারেলের প্রথম সফর এটি।

জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং গ্রেটার মেকং সাবরিজিয়ন এবং আয়েওয়াদি-চাও ফ্রায়া-মেকং ইকোনমিক কো-অপারেশন স্ট্র্যাটেজি (এসিএমইসিএস) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এ ছাড়া ৬ ও ৭ নভেম্বর কুনমিং-এ কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের সঙ্গে একটি বৈঠক করবেন। জান্তা প্রধানকে উল্লেখ করে মায়ানমার টিভি চ্যানেল (এমআরটিভি) বলেছে, ‘তিনি চীনের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক ও উন্নয়ন বৃদ্ধিতে কাজ করবেন।’

মিয়ানমার অভ্যুত্থানের পর থেকে চীনের সঙ্গে মিয়ানমারের সীমান্তের এলাকাগুলো বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। কারণ অভ্যুত্থান-পরবর্তী ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করলে মিয়ানমার জান্তা বিদ্রাহীদের গণ-প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেখা করার পরে এ কথা জানিয়েছিল।
image

Leave Your Comments