কে কে লড়ছেন মার্কিন নির্বাচনে?

Date: 2024-11-04
news-banner
আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্রাম্প জুলাই মাসে ওহিওর সিনেটর জেডি ভ্যান্সকে  রানিং মেট ঘোষণা করেছিলেন এবং হ্যারিস আগস্টে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে বেছে নিয়েছেন রানিং মেট হিসেবে। এবার জেনে নেওয়া যাক কমলা ও ট্রাম্প ছাড়া আরো চার প্রার্থীর নাম।

রবার্ট জুনিয়র কেনেডি :  এবারের নির্বাচনে অন্যতম আলোচিত ব্যক্তি রবার্ট কেনেডি জুনিয়র। তার পক্ষে এবারের নির্বাচনে ৫-৭ শতাংশ সমর্থন ছিল।

কর্নেল ওয়েস্ট : গ্রিন পার্টির নেতা, বর্ণবাদবিরোধী  ৭১ বছর বয়সী কর্নেল ওয়েস্ট একজন শিক্ষাবিদ। তিনি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জিল স্টেইন : তিনি একজন বামপন্থী নেতা। গ্রিন পার্টির প্রেসিডেন্ট। পেশায় চিকিৎসক ও পরিবেশকর্মী। বর্তমানে তার বয়স ৭৪ বছর বয়স।

তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কমলা ও ট্রাম্পের মধ্যে। বিভিন্ন জনমত জরিপের তথ্যানুযায়ী, এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা
image

Leave Your Comments