ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত

Date: 2024-11-06
news-banner
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। গাজা এবং লেবানন যুদ্ধে ইসরায়েলের চলমান সামরিক অভিযান পরিচালনার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর ওপর থেকে নেতানিয়াহুর আস্থা উঠে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইয়োভ গ্যালান্টের স্থলাভিষিক্ত হয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন গিডিয়ন সার।

কটি সংক্ষিপ্ত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, রাত ৮টার দিকে এক বৈঠকে গ্যালান্টকে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন, এই চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর বরখাস্তের আদেশ কার্যকর হবে।

চিঠিটির শেষে নেতানিয়াহু লিখেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আপনার পরিষেবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই’।

সংক্ষিপ্ত এক বার্তায় এ প্রসঙ্গে নেতানিয়াহু আরো বলেন, ‘আমার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার আস্থা ভেঙে গেছে।’ বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘তার (ইয়োভ গ্যালান্ট) সঙ্গে আমার যেসব মতপার্থক্য ছিল, সেসব নিরসনের জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু সেসব চেষ্টা কোনো কাজে তো আসেই নি, উপরন্তু জনগণের সামনে খুবই অগ্রহণযোগ্যভাবে প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে বাজে ব্যাপার হলো, বিভিন্ন ইস্যুতে আমাদের মতপার্থক্য শত্রুদেরও নজরে এসেছে এবং তারা এটি উপভোগের পাশাপাশি এ থেকে ফায়দা তোলারও চেষ্টা করছেন। তাই আমার সামনে আর কোনো বিকল্প ছিল না।’
image

Leave Your Comments