বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা

Date: 2024-11-07
news-banner
তাবলীগ জামাতে সাদপন্থিদের প্রতিহত করার ঘোষণার পর এবার হাতাহাতিতে জড়ালো দু’পক্ষ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে
 যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে এ বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।

সাদপন্থিদের অভিযোগ, জোহরের নামাজের পর তারা তালিম করার পূর্ব ঘোষণা দেন। এরপর তাদের মুরব্বী যখন কথা বলতে মিম্বরের পাশে দাঁড়ান তখন যোবায়েরপন্থিরা
 তাদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় একপক্ষ আরেকপক্ষকে চড়-থাপ্পড় মারে ও জামা টেনে ছিড়ে ফেলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করে যোবায়েরপন্থিরা। সম্মেলন থেকে সাদপন্থিদের প্রতিহতের ঘোষণা দেন তারা। 
image

Leave Your Comments