৪ দেশের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি

Date: 2023-10-29
news-banner
বাংলাদেশে সফররত ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা।

এ ছাড়া সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেত্বতে চার নির্বাচন কমিশনারসহ ইলেকশন মনিটরিং ফোরামের পাঁচ জনের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।

বৈঠকের বিষয়ে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নির্বাচনের অভিজ্ঞতা ও আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে এই চার দেশের নির্বাচন কর্মকর্তারা ঢাকা এসেছেন।

image

Leave Your Comments