প্রথম ম্যাচে বাজেভাবে হারের ক্ষত ভুলে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ব্যাটার হিসেবে আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিতে পারিনি। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারের মানে এই নয়, সবকিছু শেষ হয়ে গেছে এবং আমরা ঘুড়ে দাঁড়াতে পারব না। আশা করি, আমরা দারুণভাবে ফিরে আসবো।
সিরিজের প্রথম ম্যাচ হেরে যাবার পরও, আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ১৭টি ম্যাচের মধ্যে ১০টি জয়ী এবং ৭টিতে হেরেছে টাইগাররা।
গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই হারের আগ পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিল টাইগারদের।
ইনজুরিতে ছিটকে যাওয়া মুশফিকুরের বদলি এখনও জানায়নি বাংলাদেশ। যদিও তার জায়গায় পরিবর্তন হওয়া স্বাভাবিক। ‘ডু অর ডাই’ ম্যাচে টাইগার একাদশে এক বা দু’টি পরিবর্তন আসতে পারে ।