শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন হয়নি: সারজিস

Date: 2024-11-09
news-banner
যৌক্তিক সংস্কার শেষেই অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ সময় তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি। পাশাপাশি এক বছরে মধ্যে সংস্কার সম্ভব না জানিয়ে সারজিস বলেন, যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়া উচিত।
শনিবার সিলেটে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে আসতে শুরু করেন শহিদ পরিবারের সদস্যরা। পরে একে একে তাদের হাতে তুলে দেওয়া হয় পাঁচ লাখ টাকার সহায়তার চেক। সহায়তা পেয়ে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জানান শহিদ পরিবারের সদস্যরা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আন্দোলনে নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকবে ফাউন্ডেশন। পাশাপাশি আহতদেরও পাশে থাকার আশ্বাস দেন তিনি।
image

Leave Your Comments