দখলদার ইসরায়েলের অবরোধ, খাবার পৌঁছাতে না দেওয়া এবং বর্বর হামলার কারণে দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছেন গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা। শনিবার জাতিসংঘের সমর্থিত ‘ফেমিন রিভিউ কমিটি’ নামে সংস্থার মূল্যায়নে জানা গেছে এ তথ্য। খবর আল-জাজিরার।
সংস্থাটি বলেছে, গাজা উপত্যকার পরিস্থিতির দ্রুত অবনতির কারণে সেখানে দুর্ভিক্ষের ভয়াবহ আশঙ্কা রয়েছে। দুর্ভিক্ষ শুরু হওয়ার ধাপ হয়তো ইতোমধ্যে পার হয়ে গেছে অথবা খুবই দ্রুত পার হবে।
মনিতেই পুরো গাজা উপত্যকা বিধ্বস্ত। সেখানে ওই অঞ্চলের উত্তরাংশে সামরিক অভিযান তীব্র ভারি করেছে ইসরাইল। সব ধরনের মানবিক সহায়তা, জরুরি সেবা বন্ধ করে গত মাসের অক্টোবর থেকে চলছে এই বর্বর আক্রমণ।
জাতিসংঘের স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি উত্তর গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর এবং দ্রুত অবনতিশীল’ বলে অভিহিত করেছে একইসঙ্গে তাদের আহ্বান যে যুদ্ধের সমস্ত অভিনেতাকে মানবিক বিপর্যয় এড়াতে ‘সপ্তাহ নয় দিনে মধ্যে’ অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।