বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এই গুলিস্তান জিরো পয়েন্ট তো দূরের কথা, এর আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যেও ‘গুজব লীগ’ নামতে পারবে না। তাদের মাঠে নামা তো দূরের কথা; বিন্দুমাত্র গুজবের যদি তারা কোনো জায়গায় চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো।
আজ রোববার রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সারজিস আলম বলেন, এই গুজব লীগ যখন দেখছে রাজপথে কিছু করার সামর্থ নেই। যখন তারা দেখছে, দেশের বিভিন্ন জায়গায় বিকেক বোধ সম্পন্ন এই ছাত্র-জনতা রাস্তায় আছে, তখন মুখ দেখানোর মতো তাদের মুখ নেই। এই মুখেই বিগত ১৬ বছরে তারা চুনকালি মাখিয়েছে। তাদের জননী নেতাকর্মীদের চুনকালি মাখিয়ে, নিজে মেখে পালিয়েছে। আমার যদি ওইটুকু নৈতিকতা থাকতো, ভালো কাজ করতাম, গার্ড থাকতো, বোল্ডনেস থাকতো- আমি দেশ ছেড়ে পালাতাম না। এই দেশের পুরো ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে নামতো না।